তালা ও কলারোয়ায় ২১ টি ইউনিয়নে চলছে ভোটঃ একজনের ভোট বর্জন
নিজস্ব প্রতিনিধিঃ
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই টানা বর্ষনের মধ্যে সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১ টি ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টির কারণে ভোট কেন্দ্র গুলোতে সকালে কিছুটা ফাঁকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিততি বাড়ছে।উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।
এদিকে,কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নে ভোটে কারচুপি , এজেন্ট ভোটার ও প্রার্থীকে মারপিটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন সতন্ত্র প্রার্থী মো: রফিক মোল্লা।একই উপজেলার কেড়াগাছি ইউনিয়নের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ জাল ব্যালট পাওয়ায় কিছু একঘান্টার জন্য ভোট বন্ধ থাকলেও বর্তমানে ভোট চলছে।
তালা উপজেলার সদর ইউনিয়নে নৌকা ও লাঙ্গল প্রার্থী পরস্পর একে অপরের মধ্যে ভোট কারচুপির অভিযোগ করেছেন।
এদিকে সদর ইউনিয়নের সুষ্ঠু ভাবে ভোট দিতে পারছেনা বলে অভিযোগ জাতীয় পার্টির সমর্থকরা।
তবে তাদের এমন অভিযোগ অস্বিকার করে প্রিজাইডিং অফিসার নিত্যানন্দ কুমার জানান,সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে।কোন প্রকার অভিযোগ পাইনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর জানান,দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুন্দর ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
তালা উপজেলার ১১টি ও কলারোয়া উপজেলার ১০ টি ইউনিয়নে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।