প্রতাপনগরে রিং বাঁধের কাজ এগিয়ে চলেছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার ১০নং প্রতাপনগর ইউনিয়নের হরিষখালীতে রিং বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত অব্যাহত রয়েছে। বাঁধ রক্ষার কাজ সম্পন্নের লক্ষ্যে প্রতিদিন কাজ করা হচ্ছে।
ইউনিয়নের বন্যাতলা বেড়ী বাঁধের ভাঙ্গনের ফলে দীর্ঘদিন এলাকাকে নদীর পানিতে প্লাবিত করে রেখেছ। বন্যতলার পানি হরিষখালীতে পৌছে প্রতিরক্ষা রিং বাধ ভেঙ্গে এলাকাকে একাকার করে দেয়। ফলে রিং বাধের নির্মান কাজ করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে ৫/৬ শত শ্রমিক কাজ করে যাচ্ছে। ভলগেট, টিউব, বাঁশ, বালুর বস্তা ফেলে রিং বাঁধ রক্ষার কাজ করা হচ্ছে। বাঁধের বড় অংশ রক্ষা করা সম্ভব হয়েছে। ক্লোজার চাপানের পরকিল্পনা মাথায় নিয়ে কাজ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, হরিষখালীর রিং বাধটি দিয়ে এখন পানি কয়েকটি গ্রামকে নিমজ্জিত করে রেখেছে। বন্যতলা ভাঙ্গন থেকে নদীর পানি রিং বাধ ভেঙ্গে এলাকতায় প্রবেশ করছে। আমরা রিং বাধের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিচ্ছি, ক্লোজারের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। সুবিধাজনক সময়ে ক্লোজার আটকানো হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।