এখনো আক্রান্তের শীর্ষে আমেরিকা, ভারত
অনলাইন ডেক্স:
করোনা মহামারিতে এখনও আক্রান্তের শীর্ষেই রয়েছে আমেরিকা ও ভারত। এরপর তালিকার তৃতীয়স্থানে রয়েছে ব্রাজিল।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ২২ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫৫২ জন। এর মধ্যে শুধু আমেরিকাতেই বিভিন্ন সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন চার কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৯০৭ জন।
অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত মহামারিতে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৯২ হাজার ৮১১ জনের। এর মধ্যে শুধু ভারতেই মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৫৬৩ জনের।
বিশ্বে মোট সুস্থ হয়েছে ২০ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৮১১ জন। এর মধ্যে ব্রাজিলে সুস্থ হয়েছেন দুই কোটি ১ লাখ ৮০ হাজার ১০৬ জন।
এছাড়া আমেরিকায় মোট ছয় লাখ ৯০ হাজার ৭১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের পর দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ২৪ লাখ ৩৪ হাজার ১৬৬ জন।
ভারতে বিভিন্ন সময়ে সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৮৮৯ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২৬ লাখ ২৪ হাজার ৭১৮ জন।
ব্রাজিলে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ৭৪৪ জনের। করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ১১ লাখ দুই হাজার ৫৩৬ জন।
ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা ও কলম্বিয়া।