মেসি-নেইমার-এমবাপ্পে—এমন আক্রমণভাগ আগে দেখেনি কেউ
স্পোর্টস ডেস্ক :
ফুটবলভক্তদের বহু কাঙ্খিত একটা ম্যাচ চলছে। প্রথমবারের মতো দেখা মিললো কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও মেসি ত্রয়ীর। তিনজন একযোগে ক্লাব ব্রুগের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে ঝলক দেখাচ্ছেন!
বাংলাদেশ সময় আজ রাত ১টায় চ্যাম্পিয়নস লিগে ব্রুগার বিপক্ষে মাঠে নেমেছে পিএসজি। এই ম্যাচ দিয়েই ফরাসি ক্লাবটির জার্সিতে চ্যাম্পিয়নস লিগে প্রথমবার মাঠে নেমেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
এতদিন তিনজনের একজন বা দুজন মাঠে থাকলেও, তিনজনকে একইসঙ্গে মূল একাদশে দেখা যায়নি। আজ ক্লাব ব্রুজেসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সেটাই ঘটছে। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে ; সর্বশক্তির আক্রমণভাগ নিয়েই মাঠে নামছে পিএসজি।
আজ মেসি দলে আসায় বেঞ্চে চলে গেছেন আনহেল ডি মারিয়া। মেসির আর্জেন্টাইন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস অবশ্য আছেন একাদশে। মাঝমাঠে তার সঙ্গী হবেন জর্জিনিও ওয়াইনাল্ডাম আর আন্দার হেরেরা। সার্জিও রামোস চোট কাটিয়ে ফেরেননি, একাদশে নেই গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাও। ফলে পিএসজির রক্ষণভাগে থাকবেন দানিলো, মারকিনিয়োস, প্রেসনেল কিমপেম্বে আর আশরাফ হাকিমি, গোলরক্ষক কেইলর নাভাস।