‘সিঙ্গল মাদার’ হিসেবে সন্তানের নাম নথিভুক্ত করতে চান নুসরাত
বিনোদন ডেস্ক:
সন্তানের জন্ম সনদে বাবার নাম বাদ দিয়ে শুধু মায়ের নাম রাখতে চান অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এ নিয়ে পৌরসভা অফিসে গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।
গত ১১ সেপ্টেম্বর মুখ্য পৌর স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরীর কক্ষে দেখা গিয়েছে দুই তারকাকে। কলকাতা পৌরসভা এলাকায় যে সব শিশু জন্ম নেয়, তাদের জন্মসনদ সংগ্রহ করতে হয় সেখান থেকে। বাবা অথবা মায়ের নাম এবং জন্মের তারিখ দিলে সব তথ্য পাওয়া যায়। আর সেখানে নাকি নুসরাত এবং যশ সন্তানের জন্মসনদ নিয়ে আলোচনা করছিলেন।
শোনা গেছে, নুসরাত সুব্রতর কাছে জানতে চেয়েছেন- ‘সিঙ্গল মাদার’ হিসেবে নাম নথিভুক্ত করা যায় কিনা। সুব্রত জানিয়েছেন, নিয়ম রয়েছে। একলা মা হওয়ার জন্য কী কী করণীয়, তাও জানিয়েছেন।
গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের বাবার পরিচয় নিয়ে নুসরাত বলেছেন, বাবা কে সেটা বাবাই জানেন। ছেলের সঙ্গে তার ও যশের ভালো সময় কাটছে।