দেবহাটায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিটের অভিযোগ
Post Views:
৫৫১
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটার কুলিয়াতে রনজিনা খাতুন নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। তিনি উত্তর কুলিয়ার অজিয়ার রহমানের মেয়ে। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
চিকিৎসাধীন রনজিনা খাতুন জানান, রবিবার সকাল সাতটার দিকে তাদের বাঁশঝাড় থেকে পাশ্ববর্তী মিনহাজ উদ্দীন সরদারের ছেলে আজিজ সরদার দুই ছেলে কুদ্দুস সরদার ও ছোট খোকন, ভাইপো জলিল, বাবু, খলিল ও আলমকে নিয়ে জোরপূর্বক বাঁশ কাটতে শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে তার বাবা অজিয়ার রহমানের ওপর হামলা ও মারপিট শুরু করে তারা। একপর্যায়ে বাবাকে বাঁচাতে এগিয়ে যান অন্তঃসত্ত্বা রনজিনা খাতুন ও তার স্বামী সুমন গাজী।
এসময় তারা অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকেও বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মারপিটের ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসময় তারা অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকেও বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মারপিটের ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।