পাটকেলঘাটায় বাস -ট্রাকের মুুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা খুলনা মহাসড়কে বাসট্রাকের মুুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২সেপ্টেম্বর) বেলা ১.৩০ টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার হারুন অর রশিদ কলেজ সংলগ্ন এলাকায়। তাৎক্ষনিক ভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ট্রাক ড্রাইভারে অবস্থা আসঙ্খাজনক । আহতদের সকলে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আবু হোসেন, মোকছেসুর রহমান সহ অনেকে জানান, আজ বেলা দেড়টা দিকে খুলনা থেকে সাতক্ষীরা গামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের পাটকেলঘাটার থানার হারুন অর রশিদ কলেজ সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যলয়ের পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ড্রাইভার ও হেলপার সহ ১৫ জন আহত হয়।আহতরা হল খুলনা জেলার বারান্দির টেকের হাট এলাকার নির্মল মন্ডল (৫০), গিলেতলা এলাকা ইলিয়াস হোসেন (২৫), সাতক্ষীরার সুলতানপুর এলাকার রুনা বেগম (৫০), চোমরখালী গ্রামের সাধনা মন্ডল (৪৫), খুলনা শিরোমনির রেখা বেগম (৩৮) সহ বাকীদের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান তারা
পাটকেলঘাটা থানার পরিদর্শক আলহাজ্ব নাজমুল হুদা জানায়, স্থানীয়ার ঘটনাটি জানানোর পর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় । তিনি আরো জানান,ঘটনাস্থলে হাইওয়ের পুলিশ আছে তারা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করছে।
Please follow and like us: