সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন সংরক্ষণে সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৩ দিনের প্রশিক্ষনের শুভ উদ্বোধন
এস এম সাহেব আলী :
সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের আয়োজন মুন্সিগঞ্জ টহল ফাড়ীর হল রুমে আজ ১২ ই সেপ্টেম্বর রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা রেঞ্জ এলাকার আওতাধীন বন কর্মকর্তা/ কর্মচারী ইকো- ট্যুর অপারেটর ও গাইড এবং সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমন্বয়ে সুন্দরবন সংরক্ষণে সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সুন্দরবন পরিবেশ বান্ধব পর্যটন(ইকো-ট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ০৩ দিনের প্রশিক্ষন এর শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারী সভাপতিত্ব করেন সাতক্ষীরা রেঞ্জ এর এসিএফ এম এ হাসান।
উক্ত প্রশিক্ষন প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ সমন্নয়কারী মওদুদুর রহমান,কদমতলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা কামরুল হাসান, মীরগং টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মুন্সীগঞ্চ টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ফরেষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, মৌমাছি পালন প্রশিক্ষক সাব্বির আহমেদ,। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য আজকের এ প্রশিক্ষন আমি আশা করব মনোযোগ সহকারে আপনারা এ প্রশিক্ষনটি গ্রহন করবেন।
সভাপতির বক্তব্যে সহকারী বন সংরক্ষণ এম এ হাসান বলেন, সুন্দরবন সংরক্ষণে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের এ প্রশিক্ষনে আলোচনা হবে, এটা আপনারা ভালভাবে গ্রহন করে পর্যটনের দিক এবং সুন্দরবন রক্ষায় ভাল ভাবে কাজ করবেন। মনোযোগ দিয়ে প্রশিক্ষন টি গ্রহন করবেন।
Please follow and like us: