শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু-নিখোঁজ লাশের সন্ধান এখনো পাওয়া যাইনি
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী খোলপেটুয়া নদীতে মাছ ধরতে গিয়ে ১০ সেপ্টেম্বর শুক্রবার বজ্রপাতে একজনে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়কুপোট গ্রামের সুনীল বৈদ্যর ছেলে দিগন্ত বৈদ্য (২২)।
জানাযায়, শুক্রবারে নওয়াবেঁকী নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল সুনীল বৈদ্য এবং তার দুই ছেলে দিগন্ত বৈদ্য ও সীমান্ত বৈদ্য। এক নৌকায় সুনিল বৈদ্য ও তার ছেলে সীমান্ত বৈদ্য ছিলো এবং অন্য আরেক নৌকায় দীগন্ত বৈদ্য একা ছিলো।
হটাৎ করে বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলে তারা জাল তুলে পাড়ে আসার চেষ্টা করছিলো কিন্তু হটাৎ তার নৌকায় বজ্রপাত হয় এবং সাথে সাথে সে নদীতে পড়ে যায়। ঘটনাটি নিজ চোখে দেখেছেন তার পিতা ও ভাই। নিজ চোখে এমন ঘটনা দেখে সহ্য করতে পারছেন না তার পিতা ও ভাই। দীগন্ত তার বাবার ট্রলার থেকে প্রায় ৫০ গজ দূরে ছিলো।
এখনো পর্যন্ত তার মৃত দেহ খুজে পাওয়া যায়নি। নদীতে লাশ খোজ করছে বিভিন্ন বাহিনী ও এলাকাবাসী।
এবং এই ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন ও তার পরিবারকে শান্তনা দিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং আমাদের একটা টিম সেখানে গিয়েছে। কিন্তু এখনো তার সন্ধান পাওয়া য়ায়নি।
Please follow and like us: