কালিগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক এমপিকে তাঁতী সমাজের পক্ষ থেকে সংবর্ধনা
তরিকুল ইসলাম লাভলু, নলতা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় শুক্রবার ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতি এবং নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। এমপি’র নলতা বাসভবনে অনুষ্ঠিত এই সংর্ধনা অনুষ্ঠানে তাঁতী সমাজের সহস্রাধিক সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। সকাল ৮ টা থেকে তারা তাদের সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দলে দলে হাজির হতে থাকে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতির সভাপতি মোঃ তারিকুল ইসলাম এবং নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবউল্লাহ হাবিব। অনুষ্ঠানে উপস্থিত সকলের দাবী অনুযায়ী সংবর্ধিত অতিথি তার বক্তব্যে যত দ্রুত সম্ভব এই অঞ্চলে একটি উন্নতমানের সুতা ফ্যাক্টরি স্থাপন করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে জানান। সংগঠনের পক্ষ থেকে নৌকা খচিত ডিজিটাল তাঁত উপহার হিসেবে প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী, সাধারণ সম্পাদক এবং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ তোফায়েল আহমেদ, পীরজাদা মোঃ মালেকুজ্জামান মালেক, শফিকুল আনোয়ার রনজু, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ খাদেমুল ইসলাম তুফান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মীর আবদুল অহিদ, ফজলুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Please follow and like us: