মসজিদে নাচের ভিডিও, অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ
বিনোদন ডেস্কঃ
পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার ও গায়ক বিলাল সাঈদ লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিও শুটিং করেছেন। অভিনেত্রী ও গায়ক লাহোরের ওয়াজির খান মসজিদে ‘অশোভন’ ক্রিয়াকলাপ করেছেন এমন অভিযোগ এনে মামলা দায়ের করে পুলিশ।
এমন অভিযোগে পাকিস্তানের একটি স্থানীয় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এফআইআরে বলা হয়েছে, তারা মসজিদের নাচের ভিডিও শুট করে সেখানকার পবিত্রতা নষ্ট করেছেন। পাকিস্তানের জনসাধারণও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
সাবা বলেছিলেন, আমরা একটি বিয়ের দৃশ্য শুট করেছিলাম। কিন্তু তার সঙ্গে কোনো গান ব্যবহার করা হয়নি বা পরবর্তী সময়েও প্রযুক্তির মাধ্যমে কোনো গান যোগ করা হয়নি।
২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা গিয়েছিল সাবা কামারকে। সেই সময় বেশ প্রশংসিত হয় তার অভিনয়।
Please follow and like us: