টেকনাফে গাঁজাসহ দুই রোহিঙ্গা নারী আটক
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা আব্দুর রহমানের স্ত্রী বেবি আক্তার ও রফিকের স্ত্রী নুর কাইদা।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের খাদ্য বিতরণ অফিসের সামনে অভিযান চালায় এপিবিএন। ওই সময় ৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: