মিছিল-মিটিং করে বেড়ান সরকারি নিরাপত্তা প্রহরী
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদরের মাধবকাটি গ্রামের মশিউর রহমান। খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী পদে চাকুরি করেন তিনি। তবে সরকারি চাকুরীজীবী হলেও রাজনৈতিক সভা, সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত থাকেন সামনের কাতারে। তবে এটিকে স্বাভাবিক বিষয় বলছেন এই নিরাপত্তা প্রহরী। তবে উর্দ্ধতন কর্মকর্তা বলছেন, এটি অনাকাঙ্খিত ও দুঃখজনক। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মশিউর রহমান বর্তমানে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা খাদ্য গুদাম অফিসের নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্বপালন করছেন। পূর্বে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী ছিলেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে শাস্তিমূলক বদলি করে সিলেট বিভাগে।
নিরাপত্তা প্রহরী মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ভেটখালী খাদ্য গুদামের ইট চুরি, দায়িত্বে অবহেলা, গুদামের জমি দখলকারীর সঙ্গে আঁতাত করে সরকারি জায়গা দখলে সহযোগিতা করা।
বর্তমানে তার বিরুদ্ধে অভিযোগ ছুটিতে বাড়িতে এসেই নেমে পড়েন রাজনৈতিক কর্মকান্ডে। গত ১৭ আগষ্ট যুবলীগের একটি রাজনৈতিক মানববন্ধনে সামনের কাতারে ছিলেন তিনি।
তবে এ বিষয়ে নিরাপত্তা প্রহরী মশিউর রহমান বলেন, কেউ ডাকলে একটু মিটিং মিছিলে যায়। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সেদিন বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছিলাম। কেউ ডাকলে না করতে পারি না।
তবে রাজনৈতিক কোন কর্মকান্ডে অংশগ্রহণকে সরকারি চাকুরীর আচরণ বিধি লঙ্ঘন বলছেন দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা। সুনামগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তা নাকিব সাদ সাইফুল ইসলাম বলেন, নিরাপত্তা প্রহরী মশিউর রহমান বাড়িতে ফিরে রাজনৈতিক মিছিল-মিটিং করে বেড়ান এমন তথ্য আমাকে কেউ জানায়নি। এটি খুব অনাকাঙ্খিত ঘটনা। খোঁজখবর নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।