প্রাণসায়ের খালের দুষণ রোধে মৎস্য পোনা অবমুক্ত করলো সাতক্ষীরা সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচ
নিজস্ব প্রতিনিধি :
দেশীয় জাতের মাছের প্রজনন বৃদ্ধি ও মানবদেহে আমিষের চাহিদা পুরোন এবং সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুষণ রোধে দেশীয় বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের মানবিক সংগঠন সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচ এর আয়োজনে মঙ্গলবার বিকেল ৫ টায় পাওয়ার হাউজ অফিস সংলগ্ন প্রাণসায়ের খালে দেশীয় প্রজাতির মাছ কৈ, মাগুর, শোল, রুই, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি , জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, সাতক্ষীরার ট্রাফিক সার্জেন্ট কামরুজ্জামান বকুল।
এছাড়া সাতক্ষীরা-৯৩ এর মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান লিটন, মনির, মোঃ হাবিবুল্লাহ, মাসুদার রহমান, শাহিনুর রহমান, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু,আব্দুল কাদের, আমিনুল হক সান্টু, সাব্বির, মোফাজ্জেল, জিল্লুর রহমান , শরিফুজ্জামান রুমি,সিরাজুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান বলেন সাতক্ষীরা শহরের প্রাণ এই প্রাণ রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালে মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো সাতক্ষীরা-৯৩ এস এস সি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। বিভিন্ন প্রজাতির দেশীয় জাতের মাছ অবমুক্ত করণের ফলে এক দিকে আমিষের চাহিদা পুরণ হবে অন্যদিকে দেশীয় জাতের মাছের প্রজনন বৃদ্ধি পাবে। অপরদিকে পরিস্কার পরিচ্ছন্নতার কারনে খালের দুষণ মুক্ত হবে। তাই “আসুন বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি।