আশাশুনির ধান্যহাটি স্কুল পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি সদরের ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে প্রস্ততিমূলক মতবিনিময় করা হয়।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে বিদ্যালয় রি ওপেনিং এর সকল প্রস্তুতি নিয়ে আলোচনা করেন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন। বারান্দাসহ শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করা, পর্যাপ্ত মাস্ক- হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, হাতধোয়ার ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৬৫ জন, শিক্ষক ০৫ জনের মধ্যে একজন ডিপিইডে। নতুন করে মাঠটি ওয়াল দ্বারা ঘেরা হলেও মাঠের মধ্যে যত্রতত্র গাছের গুড়ি পড়ে আছে এগুলো দ্রুত সরিয়ে নেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক জানান, কয়েকদিনের মধ্যে বনবিভাগ গাছের গুড়িগুলো সরিয়ে নেবেন।