খুলনার চুকনগর হাইওয়ে রাস্তার ফুটপথ ব্যবসায়ীদের দখলে ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা
আব্দুর রশিদ বাচ্চু, খুলনাঃ
খুলনার ব্যাবসায়ী প্রাণকেন্দ্র ব্যাস্ততম চুকনগর শহর তিন জেলার মিলন স্হল। এই হাইওয়ে রোডে প্রতিনিয়ত হাজার হাজার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এখানে স্কুল, কলেজ, ব্যাংক বীমাসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে।
বর্তমানে চুকনগর হাইওয়ে রোডের দুই পাশের রাস্তা স্থানীয় ব্যবসায়ীদের দখলে। খর্নিয়া হাইওয়ে থানার পুলিশের নাকের ডগায় ব্যাবসায়ীরা হাইওয়ে রোডের উপরে ব্যাবসা চালিয়ে যাচ্ছে । অদৃশ্য কারণে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ নিরব ভুমিকায় দেখা যায়।
দীর্ঘদিন ধরে ব্যাস্ততম এই রোডে সন্ধা হতেই চুকনগর কলেজ হতে মালতিয়া কাঁচামাল, মাছ আড়ৎ, মটর গ্যারেজ পর্যন্ত হাইওয়ে রোডের উপরে অসংখ্য বাস-ট্রাক রেখে রাত্রিযাপন করে আসছে। এ সবের কারণে প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা ঘটছে ।
হাইওয়ে রোডের দুইপাশ দখল করে ব্যবসায়ীরা বিভিন্ন, সাইনবোর্ড, ইট, বালু, বড় বড় কাঁঠের গুড়ি, ফার্নিচার , থ্রি হুইলার,মাহিন্দ্র, ইজি বাইক, ব্যাটারি চালিত ভ্যানসহ অসংখ্য যানবাহন চলাচল করে। যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে।
এ বিষয়ে জানতে চায়লে চুকনগর হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, আমরা গাড়ি রাখার ব্যাপারে বাস মালিক সমিতির সাথে আমরা আলোচনা করব। রাস্তার দুই পাশের অবৈধ দখলকৃত যারা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহণ করা হবে। এবং আমাদের এই অভিযানে অব্যাহত থাকাবে।
Please follow and like us: