কেশবপুরের ঐতিহ্য পুনুরুদ্ধারে খেজুরের চারা রোপন উদ্বোধন
এস আর সাঈদ, কেশবপুর :
খেজুরের রস আর গুড় ছিলো যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্য। ইট পোড়ানো, জালানী কাঠ সহ বিভিন্ন কাজে ব্যাবহার হওয়ার কারণে খেজুরের গাছ উজাড় হয়ে গেছে। কেশবপুরের সেই হারানো ঐতিহ্য পুনুরুদ্ধারের জন্য খেজুরের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে কেশবপুরের সীমান্তবর্তী নাগোরঘোপে প্রধান অতিথি হিসাবে ৮ হাজার খেজুরের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মেদ জিয়াউর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, খেজুরগাছ গবেষক প্রকৌশলী নাকিব মাহমুদ, কেশবপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ইউপি সদস্য রেহেনা ফিরোজ প্রমুখ।