আশাশুনিতে অপহরণকারী আটক ভিকটিম উদ্ধার
জি এম মুজিবুর রহমান :
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ৬দিন পর ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়েেেছ। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাদেরকে আটক ও উদ্ধার করা হয়।
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি হাই স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের মোমিন গাজীর পুত্র আরিফুল উত্যাক্ত করে আসছিল। অভিভাবকরা জানতে পেরে গন্যমান্য ব্যক্তিদের মাধমে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি নিবৃত করা সম্ভব হয়নি। গত ২৫ আগস্ট সকাল ৯ টার দিকে মেয়েটি এ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
সন্দেহ হলে তারা মেয়ের মোবাইলে ও পরে ছেলের মোবাইলে রিং করলেও বন্ধ পাওয়া যায়। বাধ্য হয়ে মেয়ের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধারে মাঠে নামেন এবং ৩০ আগষ্ট সাতক্ষীরা পুলিশ সুপার ও এএসপি সার্কেলের পরামর্শক্রমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গোলাম কবিরের নেতৃত্বে এসআই অভিক কুমার বড়াল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী আরিফুলকে আটক করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমকে তাদের পিতার কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল।