শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের উদ্যোগে বৃক্ষ রোপণ সপ্তাহ উদ্বোধন
আশিকুজ্জামান লিমনঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন “শরুব ইয়ুথ টিমের” উদ্যোগে বৃক্ষ রোপন সপ্তাহ কর্মসূচী উদ্বোধন করা হয় ।
সারা পৃথিবীতে ব্যাপক হারে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক প্রভাবে আবহাওয়া পরিবর্তন ঘটছে। পৃথিবীর অধিকাংশ জায়গায় অতিমাত্রার তাপের কারণে খরা ও অগ্নিকাণ্ড এর মতো ঘটনা ঘটছে।
তারই ধারাবাহিকতায় শরীয়ত টিমের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান সংগঠনের পক্ষ থেকে। (মঙ্গলাবার) ৩১ আগস্ট বেলা ২ ঘটিকায় সময় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্তম্ভ ম্যুরালের সমনে এ কর্মসূচী উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা শাহিনুল ইসলাম, শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক এস,এম জান্নাতুল নাঈম, শরুবের কার্যকারী সদস্য মেহেরাব হোসেন ইমন, মনিরুজ্জামান বাবু, সদর ইউনিয়নে টিম লিডার মেহেদী মাহফুজ সহ প্রমূখ্যরা ৷
বৃক্ষ রোপন কাজে উপজেলা নির্বাহী অফিস্যার বলেন, পৃথীবি পরিবর্তনে তরুন দের এগিয়ে আসতে হবে। বেশি বেশি সবুজ উদ্ভিদ রোপণ করে দেশকে সবুজ দেশে রুপান্তরিত করতে হবে।তরুণ রা পারবে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে।
Please follow and like us: