সাতক্ষীরায় কোভিট-১৯ সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত বিষায়ক কর্মশালা
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় কোভিট-১৯ এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং নো মাস্ক, নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহ এবং ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত অর্জনসমূহের বহুল প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজের হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমানের সঞ্চালনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ আমান উল্লাহ হাদি, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
Please follow and like us: