কালিগঞ্জে মধ্য বয়সী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরাফাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জে জাহিদা খাতুন (৫২) নামের এক মধ্য বয়সী নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব পাইকারা গ্রামের মৃত শহিদ কারিগরের স্ত্রী। রবিবার (২৯ আগস্ট) রাত দেড়টার দিকে রান্নাঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় জাহিদাকে দেখতে পায় তার স্বজনরা।
স্থানীয়রা জানান,জাহিদা খাতুনের সাথে প্রায় এক সপ্তাহ আগে তার পুত্র বধুর ঝগড়া হয়। সেখান থেকে বৌ ও শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। রবিবার রাতে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে রাতের কোন এক সময় রান্না ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত দেড়টার দিকে তার পরিবারের সদস্যরা জাহিদা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক শিহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে লাশ পাঠানোর প্রস্তুতি চলছে । এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি
Please follow and like us: