ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৮ টি সোনারবারসহ পাচারকারি আটক
নিজস্ব প্রতিনিধিঃ
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৮ পিস
সোনারবারসহ এক সোনা পাচারকারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার সকালে তলুইগাছা সীমান্তের
ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাধ তাকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন (৩৭) সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদার ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক ১০০০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাধ এর উপর অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে
৫৮,৪০,০০০/- (আটান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের (৯৩৩ গ্রাম ১২০ মিলি গ্রাম) ৮০ ভরি ওজনের ০৮টি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেন।
উল্লেখ্য, বর্ণিত চোরাকারবারী কৌশলে স্বর্ণেরবারসমূহ তার শরীরে (কোমরে লুঙ্গির ভাজে) জড়িয়ে বহন করছিল। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us: