তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জহর হাসান সাগর:
সাতক্ষীরার তালায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৮ আগষ্ট) সকালে তালা শিল্পকলা একাডেমীতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। উপস্থিত ছিলেন তালা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) শিবাশীষ বৈরাগী, ক্ষেত্র সহকারী (ইউনিয়ন) শেখ আসিফ রেজা সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্নিগ্ধা খাঁ বাবলী বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষ্যে মন্ত্রণালয় ঘোষিত সকল অনুষ্ঠান ও কর্মসূচি পালন করা হবে । এবিষয়ে সাংবাদিকদো সার্বিক সহযোগিতা কামনা করছি।
Please follow and like us: