এমবাপ্পের জন্য রিয়ালের ১৬০০ কোটি টাকার প্রস্তাব
স্পোর্টস ডেস্ক:
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের শৈশবের স্বপ্ন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন। ২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এটাও বলেছিলেন, গেলে রিয়াল মাদ্রিদে যাবো না হলে আর কোথাও নয়। সেই এমবাপ্পেকে এবার দলে ভেড়ানোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) থেকে কিলিয়ান এমবাপ্পেকে এই গ্রীষ্মেই দলে নিয়ে আসতে চাইছে রিয়াল মাদ্রিদ। যে লক্ষ্যে একেবারে টাকার বস্তা নিয়ে নেমেছে লা লিগার দলটি।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা নিশ্চিত করেছে, বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে আনতে পিএসজির টেবিলে মোট ১৬০ মিলিয়ন ইউরোর (প্রায় ১৬০০ কোটি টাকা) প্রস্তাব রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
অন্যদিকে ফরাসি গণমাধ্যম লা পারিসিয়ান জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের আলোচনা অনেকদূর এগিয়েছে। তবে শুধু এমবাপ্পে চাইলেই রিয়ালের স্বপ্ন পূরণ হচ্ছে না। কেন না রাজি হতে হবে পিএসজিকেও।
এদিকে পিএসজি কোনভাবেই এমবাপ্পেকে ছাড়তে রাজি নয়। ১৬০০ কোটি টাকার প্রস্তাব পেয়েও তারা এখনো মুখে কুলুপ এঁটে বসে আছে। তাদের লক্ষ্য মেসি-নেইমারের সঙ্গে একই দলে এমবাপ্পেকে খেলিয়ে নিজেদের অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তথা ইউরোপ জয় করা।
এমতাবস্থায় এমবাপ্পে চলতি মৌসুমেই রিয়ালে আসতে পারবেন কি না সেটা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।