আশাশুনির দলিল লেখক গোপালের বিরুদ্ধে জাল দলিল করার অভিযোগ
জি এম মুজিবুর রহমান:
আশাশুনির দলিল লেখক গোপাল চন্দ্র সরকারের বিরুদ্ধে জাল দলিল করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আশাশুনি সাব রেজিষ্ট্রি অফিসে প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, দলিল লেখক গোপাল চন্দ্র সরকার অপর জাল জালিয়াতির হোতা দলিল লেখক ভাই স্বপন সরকারের সহযোগিতা নিয়ে আশাশুনি গ্রামের মৃত কালিপদ মন্ডলের স্ত্রী ধনী বালা মন্ডলের জালজালিয়াতির মাধ্যমে জমি রেজিষ্ট্রীর কাজ করেন। আশাশুনি মৌজার ৩১২নং ডিপি খতিয়ানের একখন্ড জমি জেলেখালী গ্রামের মৃত মাধব চন্দ্র মন্ডলের পুত্র অমল কৃষ্ণ মন্ডলকে জমির মালিক সাজিয়ে ও ভুয়া সনাক্তকারী সাজিয়ে আশাশুনি গ্রামের মৃত নিমাই দাশের পুত্র হাজরা নিকট ২০/০৫/২০ তারিখে ১৭৫৪ নং দলিল রেজিষ্ট্রি করে দেন।
খবর পেয়ে ধনি বালা মন্ডল আশাশুনি রেজিষ্ট্রি অফিসে এসে জাল দলিলের নকল তুলে নিজে বাদী হয়ে দলিল লেখক গোপাল চন্দ্র সরকার (গাপন), সহযোগিতাকারী তার আপন ভাই দলিল লেখক স্বপন সরকার ও ভুয়া দাতা অমল কৃষ্ণ মন্ডল, গ্রহিতা হাজরা দাশসহ ভুয়া সনাক্তকারী গদাইপুর গ্রামের কালিপদ দাশের পুত্র বিশ্বনাথ দাশ, পাইকগাছা উপজেলার ভবানীপুর গ্রামের রাজ কুমার দাশের পুত্র সমীর দাশের বিরুদ্ধে আশাশুনি সাবরেজিষ্ট্রি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে আশাশুনির সাব রেজিষ্টার মনজুরুল হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব না হওয়ায় অফিস সহাকারী সুভাষ মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, ধনী বালা মন্ডল বাদী হয়ে অভিযোগ করেন। অভিযোগটি পেয়েছি তদন্ত পূর্বক ঘটনার সত্য প্রমানতি হলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করলে কেই পার পাবে না বলে তিনি জানান।
এঘটনায় আশাশুনি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সানার কাছে জানতে চাইলে তিনি জানান, আশাশুনি সাবরেজিষ্টার স্যার খুই ভাল মানুষ ও ন্যায়-নীতিবান। তিনি অন্যায় করেন না ও অন্যায় কারীকে প্রশ্রয় দেননা। এধরনের ঘটনার ব্যাপারে অভিযোগ পেলে তিনি অবশ্যই ব্যবস্থা নিবেন, কাউকে ছাড় দিবেন না বলে আমার বিশ্বাস।
এলাকার সাধারণ মানুষের প্রশ্ন, দলিল লেখক স্বপন কুমার সরকার ও তার ভাই গোপাল সরকারের জাল জালিয়াতির শেষ কোথায় ? আর কত মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হবে? জালিয়াতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পুর্বক তাদের দুই ভাইয়ের লাইসেন্স বাতিলের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।