হৃদয় তোমার বাস -সাবিনা সিদ্দিকী শিবা
রোজ হাসরে কাঁদবে যখন,
আমায় মনে করে।
খুজবে তখন হাজার কেঁদে
ডেকে নামটি ধরে।
এখন যেমন খুঁজি আমি,
এদিক সেদিক ঘুরে।
তখন তুমি মরবে দেখ,
ঠিকি জ্বলে পুড়ে।
হৃদ জমিনে তোমার নিয়ে,
বানাই স্বর্গের ঘর।
সেই ঘরেতে সবি আছে,
কেবল তুমিই পর।
তুমি কেবল পালিয়ে বেড়াও
আমার ভুবন থেকে।
তোমায় ছেড়ে কি লাভ
এই জীবন রেখে?
আমার জীবন তুমি ছাড়া,
কাটছেনা তো একা।
দোহাই লাগে একটি বার,
দাওনা তুমি দেখা।
সুখটা আমার তোমায় ঘিরে
স্বপ্ন সাজাই ঘর।
তুমি আমার হৃদয় থেকো।
হোক সবাই পর।
Please follow and like us: