বড়দলে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিটি প্রকল্পের আওতায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) বিকালে বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৪ জন সদস্যের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। লবণাক্ত এলাকায় মিনি পুকুর পদ্ধতিতে ফসল চাষের জন্য ইউনিয়নের ৩ জনের মাঝে মিনি পুকুর খননের জন্য নগদ অর্থ, ঘেরা বেড়ার জন্য বিভিন্ন উপকরণ, রুই মাছ, ফসলের বীজ, বিভিন্ন প্রকার রাসায়নিক এবং জৈব সার। উচ্চমূল্যের ফল বাগান করার জন্য ১জনের মাঝে ৫০টি লেবুর চারা, ঘেরা বেড়ার জন্য বিভিন্ন উপকরণ, রাসায়নিক এবং জৈব সার। মিশ্র মাছ চাষের জন্য ৪ জনের মাঝে কার্প জাতীয় মাছ, সবজি চাষের জন্য মাচা তৈরির উপকরণ ও রাসায়নিক সার। মাছের পোনা ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৩ জনের মাঝে ৫ ধরণের মাছের পোনা, ঝাকি জাল, নেট, বাঁশ, চুন, সার, জীবানু নাশক এবং ফিশিং গিয়ার তৈরীতে উদ্যোক্তা তৈরির জন্য ৩ জনের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পের কারিগরি কর্মকর্তা বাশিরুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা মফিজুল ইসলাম, এমআইএস অফিসার চিন্ময় দাস, উন্নয়ন প্রচেষ্টার গোয়ালডাঙ্গা শাখার অ্যাকাউন্ট অফিসার আশীষ কুমার প্রমুখ উপস্থিত থেকে উক্ত উপকরণ বিতরণ করেন।