কুল্যায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক অবরুদ্ধ ও নাজেহাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে স্বামীর বাড়িতে অধিকার পেতে গিয়ে স্ত্রী নাজেহাল হওয়ার খবর পেয়ে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিককে আটকে রাখা ও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
গত ২০ আগষ্ট বেলা ১১ টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে মাওঃ হারুনর রশিদের বাড়িতে তাদের রেজ্রিষ্ট্রী বিয়ে করা পুত্রবধু পুরোহিতপুর গ্রামের নূর ইসলামের কন্যা শারমিন সুলতানা স্ত্রীর অধিকার আদায় করতে স্বামীর বাড়িতে গিয়ে ওঠেন। এসময় তার উপর অত্যাচার করা হচ্ছে। এমন খবর জানতে পেরে আশাশুনি প্রেসক্লাবের দু’জন সাংবাদিক সেখানে উপস্থিত হন তথ্য সংগ্রহের জন্য। এসময় স্থানীয় জন প্রতিনিধির নির্দেশে তারা সাংবাদিককে আটকে রাখেন এবং লাঞ্চিত করেন। খবর পেয়ে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করেন। এব্যাপারে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে নিগৃহীত ও আটকে রাখার মত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।