আর কত ভ্রান্তি কাল ? শিশুতোষ ছড়া
লেখক: সাবিনা সিদ্দিকী শিবা
আহারে,স্কুলেতে নেই তো আর এখন হৈচৈ,
জানিনা আজ কোমলমতি শিশুগুলো কই?
সকাল বেলা ভ্যানচালকের নেইতো হাকডাক,
বাবা, মা বলেন সোনামণিরা আরও ঘুমিয়ে থাক।
নেইতো পড়া,নেইতো লেখা,নেইতো খেলাধূলা,
বইয়ের ভাঁজে জমে আছে রাজ্যের বালিধুলা।
রোজ সকালে নেই তো আর মায়ের চেচামেচি,
রেগে বাবা বলেনা মাকে,তুমি করও বেশি বেশি।
ব্যাগটা ভরে বই খাতাতে,নেইতো ঠাসাঠাসি,
হয়না আর আগের মতো,টিফিন গুলো বাসি।
করোনার এই ভ্রান্তিকালে বদলে গেছে সব,
থমকে আছে গোটা পৃথিবী, নেইতো কলরব।
অফিস গুলো ফাঁকা এখন নেইতো জনবল,
শুয়ে-বসে সময় কাটাচ্ছে সব অলসের দল।
লক্ষি সোনারা পড়তো বেশি এ প্লাসের আশায়,
ইন্টারনেট কাবু হয়েছে,বসে বাসায় বাসায়।
প্রযুক্তি হয় আশীর্বাদ ভালো কিছু শিখে,
কিন্তু দেখ অপরাধ বাড়ছে দিকে দিকে।
ওরে মানিক,লক্ষি সোনারা এবার জেগে উঠ।
দেশ রক্ষাত্বে এবার তোরা বাধবি নতুন জোট।
তোরাই দেশে নতুন আশা করবি দেশের জয়।
তা-না হলে দুষ্ট লোকেরা দেশেটাকে করবে অবক্ষয়।
আর কত কাল ঘুমিয়ে থাকবি,দেখনা নতুন ভোর,
উঠ জেগে,আড়মোড়া ভাঙ,খোল মনের দোর,,,,
Please follow and like us: