ঝিকরগাছার শংকরপুরে মানব পাচার প্রতিরোধে মত বিনিময়ের বৈঠক সভা অনুষ্ঠিত
আঃজলিলঃ-শার্শা-:
যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নে সি,টি,সি কাউন্টার ট্রাফিকিং কমিটির নেটওয়ার্ক ইন যশোর মানব পাচার প্রতিরোধের মতবিনিময় বৈঠক হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকার সময় ব্র্যাকের আয়োজনে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যলয়ে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোঃ নিছার উদ্দিন।
সীমান্ত দিয়ে মানব পাচার প্রতিরোধে শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোঃ নিছার উদ্দিন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তের আইন শৃংখলা বাহিনীকেও দায়িত্বতার সাথে কাজ করতে হবে। এবং ব্র্যাককে মানব পাচার প্রতিরোধে সীমান্ত সহ এলাকার সর্ব সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে।
শংকরপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন আজ এক শ্রেনীর দালালরা চাকুরী সহ বিভিন্ন ভাল কাজের প্রলোভন দেখিয়ে শিশু,সহ তালাকপ্রাপ্ত,অসহায় দরিদ্র সাধারণ গরীব পরিবারের নারীদেরকে পাচার করছে।এটা আমাদের সভ্য সমাজের জন্য কলংকের। তাই ওই সব দালাল পাচারকারীদের চিহিৃত করে আইনের কাঠ গড়ায় নিয়ে আসতে হবে।মানব পাচার রোধ করি, সচেতন নাগরিক হই।
পাশাপাশি মানব সচেতনতার লক্ষ্যে বলতে হবে বৈধ কাগজপত্র ছাড়া ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রায় প্রাণনাশের সম্ভাবনা থাকে।সরকারি সকল নিয়ম মেনে বৈধভাবে বিদেশ যাত্রা করুন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর যশোর জেলা মানবাধিকার আইন সহায়তা কর্মসুচি অফিসার মোঃ আকরাম হোসেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ধাবক,১নং ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব, ৪নংওয়ার্ডের মেম্বার হাসমত আলী,৫নংওয়ার্ডের মেম্বার মাছুয়ার রহমান,৬নংওয়ার্ডের মেম্বারমোঃআলী, ৮নংওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন,৯নং ওয়ার্ডের মেম্বার হাবিবুল্লাহ শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের অন্যাতম নেতা নাজমুস সাদাত,১নংওয়ার্ড মহিলা মেম্বার লাইলি খাতুন,মহিলা মেম্বার মমতাজ খাতুন,মহিলা মেম্বার আলেয়া খাতুন,সাংবাদিক আঃজলিল, শিক্ষক প্রতিনিধি মাষ্টার মফিজুর রহমান ও রেক্সোনা খাতুন প্রমুখ।
Please follow and like us: