গর্বের নেই শেষ-সাবিনা সিদ্দিকী শিবা
গর্বের নেই শেষ
লেখক -সাবিনা সিদ্দিকী শিবা
আমি হলাম জাতীয় পাখি,
নাম দোয়েল পাখি।
সব পাখিদের সাথে আমার,
তাইতো মাখামাখি।
পাখির মধ্যে আমিই রাজা,
গর্ব আমার তাই।
স্বাধীন ভাবে উড়াউড়িতে,
কোন বাঁধা নাই।
গলা ছেড়ে ডাকতে পারি,
কেউ করেনা মানা।
আমি হলাম জাতীয় পাখি,
সব পাখিদের জানা।
ইচ্ছে করে উড়ে পারি,
শহর ছেড়ে গাঁও।
উড়তে পারি প্লেনের সাথে,
নদীর ভাসা না-ও।
আমার সুখের নেই সীমানা,
বন্দী পাখির মতো।
ভাবতে পারি রাজা আমি,
ইচ্ছে আমার যত।
জন্ম থেকে আমার মতো,
মুক্ত স্বাধীন যারা।
পরাধীনতার কষ্ট গুলো,
বুঝবে কি তারা?
শিশুতোষ ছড়া
Please follow and like us: