সাতক্ষীরায় দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গি বিরোধী মানব-বন্ধন কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিনিধি :
২০০৫ সালের ১৭ আগষ্ট সাতক্ষীরাসহ দেশের ৬৩ টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গি বিরোধী মানব-বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে মান-বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। মানব-বন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, আওয়ামীলীগ নেতা এড. আজহারুল ইসলাম, হারুনার রশীদ, লায়লা পারভীন সেজুতি, ডা. মুনসুর আহমেদ, শামীমা পারভীন রতœা, মিসেস মাহবুবা রুবি, সদস্য নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি।
বক্তারা বলেন, ১৬ বছর আগে ২০০৫ সালের এই দিনে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে উল্লেখ করে তাদের প্রতিহত করার আহবান জানান বক্তারা। তারা বলেন, জঙ্গিদের যারা লালন করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। বক্তারা বলেন, সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরায় দায়ের হওয়া মামলায় গত ১০ ফেব্রæয়ারির বিচারে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ৩ বছর থেকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদন্ড দিয়েছেন আদালত। বক্তারা এ সময় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানান।