বার্সার কাঁধে সাড়ে তেরো হাজার কোটি টাকা ঋণের বোঝা
সমালোচনার মুখে বার্সা সভাপিত হুয়ান লাপোর্তা জানিয়েছেন, সাড়ে ১৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা ক্লাবটির কাঁধে। আর এজন্যই মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কাতালান জায়ান্টরা।
বার্সার সাবেক সভাপতি বার্তোমেউ অভিযোগ করেছেন, লাপোর্তার কারণে বড় ক্ষতির মুখে ক্লাবটি। তার জন্যই মেসিকে হারাতে হয়েছে।
তবে, এসব অভিযোগ মানতে নারাজা লাপোর্তা। সোজা হিসেবের খতিয়ান টেনে জানিয়ে দিয়েছেন, বার্সার কাঁধে মোটা অঙ্করে ঋণের বোঝা। তাই চাইলেও তেমন কিছু করার নেই। আর বেহাল দশার জন্য বার্তোর কমিটিকেই দায়ী করেছেন লাপোর্তা।
ঋণের বোঝা বইতে না পেরে ২১ বছর ধরে ক্লাবটিতে খেলা তারকা খেলোয়ার লিওনেল মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা। মেসি অর্ধেক বেতনে ক্লাবে থাকার প্রস্তাব দিলেও তা মানতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ।
অবশেষে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিয়েছেন মেসি।