জাতীয় শ্রমিকলীগ ১৩ নং লাবসা ইউনিয়ন শাখার উদ্যোগে শোক দিবস উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ১৩ নং লাবসা ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) দুপুর ৩ টায় কৈখালী মাদ্রাসার মোড়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়। জাতীয় শ্রমিকলীগ ১৩ নং লাবসা ইউনিয়ন শাখার সভাপতি ও ৭ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী মো. জালালউদ্দিন সরদারের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ কাদের। এছাড়াও জাতীয় শ্রমিকলীগ লাবসা ইউনিয়ন শাখার সহ-যুগ্ম সম্পাদক মো. শাহিন আলম,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য ইউসুপ আলী, আব্দুস সাত্তার, হাসান আলী নকর, আইজুল, আলামিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লুৎফর রহমান।