বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তালার খলিষখালীতে আ”লীগ ও কৃষকলীগের পৃথক কর্মসূচি
নিজস্ব প্রতিনিধিঃ
তালার খলিষখালীতে ইউনিয়ন আ”লীগ ও কৃষকলীগের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৫আগষ্ট) সকালে ও বিকালে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। খলিষখালী ইউনিয়ন আ”লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আলীগের সাংগঠিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, খলিষখালী ইউনিয়ন আলীগের সহ-সভাপতি ওয়াজেদ মন্ডল, যুগ্ম-সম্পাদক সরদার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগনিক সম্পাদক গাজী আব্দুর ছাত্তার, যুগ্ম-সম্পাদক পরিবার মল্লিক, ওয়ার্ড সভাপতি অনন্ত মন্ডল, সহ ইউনিয়ন আলীগের ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , ইউনিয়ন আলীগ সহ-সভাপতি সুনীল কুমার দে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইউনিয়ন আ”লীগ সাধারন সম্পাদক সমীর কুমার দাশ।
অন্যদিকে বিকালে কৃষকলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বিধান চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আ”লীগ সাংগঠিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক গাজী আব্দুল্লাহ ছিদ্দিক, ইউনিয়ন আ”লীগের সাবেক সাধারন সম্পাদক অশোক লাহেড়ি, কৃষকলীগ মনিরুজ্জামান মনি
আ”লীগ নেতা বাক্কার সরদার, সহ যুবলীগ ওছাত্রলীগের নেতৃবৃন্দ।দিনটির শুরুতে খলিষখালী ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দোয়া অনুষ্ঠান, গনভোজ ও সবশেষে আলোচনার মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।
Please follow and like us: