জাতীয় শোক দিবসে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের একাডেমিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়ার শিক্ষক ফারুক হোসেন প্রমূখ। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বই থেকে পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপিকা রাণী, অসমাপ্ত আতœজীবনী থেকে পাঠ করেন নাজমুল লায়লা বিথী। এসময় ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাও মো. আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক তৈবুর রহমান।