দলিত পরিষদ এর উদ্যোগে সাতক্ষীরায় জাতীয় শোক দিবস পালিত
শহর প্রতিনিধি:
জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশের দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।
রোববার সাতক্ষীরা শহরের বাটকে খালি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দলিত পরিষদ এর সাধারণ সম্পাদক গৌরপদ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই শোকসভা।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না, মিলটন খন্দকার, বাংলাদেশ দলিত পরিষদ এর উপদেষ্টা শওকত হোসেন,বাংলাদেশ দলিত পরিষদ বেদে সভাপতি আকবর আলী প্রমুখ।
শোকসভা শেষে দলিত সম্প্রদায়ের মাঝে রান্নাকরা খিচুড়ি বিতরণ করা হয়।
Please follow and like us: