নলতায় ১৫ আগস্টের কর্মসূচী পালন
তরিকুল ইসলাম লাভলু:
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকন, সহ সভাপতি আব্দুল মোনায়েম পাড়, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড়, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বে-সরকারি ও এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি বিভিন্ন আয়োজনে পালিত হয়।
Please follow and like us: