সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পিএস মতিউর রহমান আর নেই
কামরুল হাসানঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পিএস মতিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
শনিবার দুপুর ২.৩০মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। শনিবার মাগরিব বাদ চন্দনপুর মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে রেখে যান। জানাজা নামাজে উপস্থিত ছিলেন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ও কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক সরদার ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান(মন্টু), সহ-সাধারণ সম্পাদক মোঃ হেলাল আনছারী, কলারোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক চন্দনপুর ইউনিয়ন যুবদল গাজী মোঃ শফিউল আলম (শফি), ইয়াছিন, হবি মেম্বার, ডাঃ আমিরুল, আবু তাহের, আঃ গনিসহ অসংখ্য মুসুল্লি। প্রিয় নেতার মৃত্যুতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য কারাবন্দী হাবিবুল ইসলাম হাবিব এর সহধর্মিণী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল ফোনে মরহুমের স্ত্রীর সাথে কথা বলেছেন এবং গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।