শোক, শ্রদ্ধা আর ভালোবাসা মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড স্কুলে জাতীয় শোক দিবস পালন
ফয়জুল হক বাবু:
শোক, শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পালিত হলো জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের সভাপতি ও ৯ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সম. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি বি ইউনাইটেড হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। আলোচনা শেষে ১৫ই আগস্ট শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসিন উদ্দিন।
এর আগে সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এবং বাদ মাগরিব ব্রহ্মরাজপুর বাজার মসজিদে ডিবি ইউনাইটেড হাই স্কুল এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও ব্রহ্মরাজপুর সার্বজনীন কালী মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
Please follow and like us: