সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৮ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশঃ মালিকদের কাছে হস্তান্তর
নিজস প্রতিনিধিঃ
সাতক্ষীরায় পুলিশের অভিযানে উদ্ধার করা ২৮ টি মোবাইল ফোন তার মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন সময়ে এসব মোবাইল ফোন তার মালিকরা হারিয়ে ফেলেন।
শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন তাদের মালিকদের নিকট হস্তান্তর করা হয় ।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সার্বিক
তত্ত¡াবধানে ও দিক নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখার একদল চৌকশ টিম জেলার বিভিন্ন শ্রেণীর মানুষের হারিয়ে যাওয়া কিংবা চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য নিরলস ও নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিক ফল হিসেবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই মাসে মোট ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২৮টি মোবাইল ফোন মালিকদের সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে এনে হস্তান্তর করা হয়।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।