সিনোফার্মের আরো ১০ লাখ টিকা আসছে আজ
নিউজ ডেস্কঃ
চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পোঁছাবে আজ শনিবার। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, শনিবার সকাল ১০টার দিকে বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের চার্টার্ড ফ্লাইটটি (বিজি-৫০৬৬) টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। একই দিন রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টিকা বহনকারী ওই ফ্লাইটটি পুনরায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ১২ মে সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেব দেশে আসে। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠায় দেশটি। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।
Please follow and like us: