১৮ সেকেন্ডে দুই লিটার সোডা খেয়ে বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক ডেস্কঃ
গিনেস বুকে নিজের নাম উঠুক এমনটি অনেকেই চান। তবে কারো কারো স্বপ্ন বা ইচ্ছা অপূর্ণ থেকে যায়। গিনেস বুকে নাম লেখানোর জন্য অনেক সাধনাও করতে হয়। অংশ নিতে হয় বিভিন্ন প্রতিযোগিতায়ও।
তেমনই একজন যুক্তরাষ্ট্রের এরিক বুকারও। বড্ড ভোজনরসিক এরিক বুকার পেশায় একজন ইউটিউবার ও র্যাপার। খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেয়াও তার অন্যতম কাজ। ভোজনরসিক এই ব্যক্তিই করেছিলেন অবিশ্বাস্য এক কাজ।
মাত্র সাড়ে ১৮ সেকেন্ডে দুই লিটার সোডা খেলেন এরিক। আর এ অবিশ্বাস্য পান করার ক্ষমতাই ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ ঠাঁই পেয়েছে এরিকের নাম।
কম্পিটিটিভ ইটার হিসেবে এরিক অল্প সময়ে একগাদা খাবারদাবার গলধকরণ করার প্রতিযোগিতায় অংশ নিতেন নিয়মিত। অল্প সময়ে অনেক কিছু খাওয়া কিংবা পান করা তার কাছে একটা অভ্যাসের ব্যাপার।
এরিকের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যার নাম ‘বাডল্যান্ডসচাগস’। সেখানে খুব অল্প সময়ে নানা রকম পানীয় গ্রহণ করাই এরিকের কাজ। নানা রকম সোডা জাতীয় পানীয় কেমন করে তিনি অল্প সময়ে পান করতে পারেন, সেই ভিডিওতেই ভরা এরিকের ইউটিউব চ্যানেল। কিন্তু এবার একেবারে বিশ্বরেকর্ড গড়েই ছেড়েছেন।
নিউ ইয়র্কের সেলডেনে দুই লিটার পানীয় খেয়ে ফেলেছেন ১৮ দশমিক ৪৫ সেকেন্ডে। এরপরই এক বিশাল ঢেকুর তুলে একগাল হেসে জানিয়েছেন, ‘হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম। এটা খেতে বেশ সুস্বাদু।’
খাওয়া শেষে এমন ঢেকুর তোলার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। এরিকের কাণ্ড সামনে থেকেই দেখছিলেন তার স্ত্রী ও ছেলে। তার ছেলেই বাবার কীর্তি ক্যামেরাবন্দি করেন। তবে রেকর্ড গড়ে তৃপ্ত হলেও স্বপ্ন এখনো শেষ হয়নি এরিকের। এবার তার লক্ষ্য- তরল নয়, কঠিন খাবার অল্প সময়ের মধ্যে খেয়ে বিশ্বরেকর্ড গড়ার। আপাতত সেদিকেই তাকিয়ে তিনি।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস