ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় তার স্ত্রীকে বেধড়ক মারপিট সহ মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেছে। জানা যায় ডুমুরিয়া উপজেলার খর্নিয়া দাসপাড়া নামক স্থানে স্বামী জয়ন্ত দাসের পরিচিত চাচাতো ভাই সুমন দাসের স্ত্রী ফুলমালা দাসীর দীর্ঘ দিন যাবৎ প্রেমজ সম্পর্ক চলে আসছিলো তারই সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার সকালে জয়ন্ত দাস তার স্ত্রী পূর্নিমাকে বেধড়ক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম করে। হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় পিছনে আঘাত করলে মুহূর্তে মাথা ফেটে রক্তাক্ত যখম হয়ে মাটিতে পড়ে যায়।
পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের চিকিৎসার জন্য নিয়ে যায় ।
বিষয়টি নিয়ে এলাকার জনগণের মধ্যে ব্যাপক গূনজন চলছে। এ বিষয়ে কথা হয় পূর্নিমা দাসের সাথে তিনি বলেন আমার স্বামী জয়ন্ত দির্ঘদিন যাবৎ ফুলমালার সাথে অবৈধ সম্পর্ক চলছে। আমি বিষয়টা তার কাছে ধরাধরি করলে এভাবে মারতে থাকে। এই ঘটনাটি খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল সাহেব শালীস করেছে। কিন্তু কোন ফল পাইনি আমি। এখন আইন এর আশ্রয় নেবো।
কথা হয় ফুলমালা দাসীর সাথে তিনি বলেন সম্পর্কে আমার দেবর হয়। আমি তাকে ছোট ভাইয়ের মত আমার সাথে ফাজলামি করে অন্য কোন খারাপ কাজ আমাদের মধ্যে নেই। এলাকার একাধিক ব্যাক্তি ঘটনাটি সত্য বলে স্বীকার করেন। এ
বিষয় নিয়ে খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারের সাথে কথা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন।
Please follow and like us: