বাসে কার্টুনে করে ভয়ংকর কোবরা বহন, দংশনে মারা গেলেন চালকসহ ৫ জন
আন্তর্জাতিক ডেস্ক:
মিনিবাসে কার্টুনে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিষাক্ত কোবরা সাপ। মাঝপথে কার্টুন থেকে বের হয়ে ড্রাইভারসহ মিনিবাসে থাকা একই পরিবারের চার সদস্যকে কামড় বসিয়ে দেয় এটি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মিশরে।
আরব নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কোবরার কামড়ে মিনিবাসে থাকা একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। বাসের ড্রাইভার গাড়িটির সহমালিকের অনুরোধে আলেকজান্দ্রিয়া থেকে মিশরের উত্তর কাফর ইল-শেখ শহরে কার্টুনে করে কোবরা নিয়ে যেতে রাজি হয়েছিলেন। ড্রাইভারসহ গাড়িটির সব যাত্রী কোবরাটির কামড়ে মারা যান।
প্রতিবেদনে আরো বলা হয়, গাড়ির পেছনে থাকা কার্টুন থেকে বের হয়ে কোবরাটি যাত্রী সিটের নিচ দিয়ে পরপর পাঁচজন দংশন করে। কোবরার কামড়ে চার যাত্রীসহ বাসটির ড্রাইভার যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন- গাড়িটি তখন একটি কংক্রিটের ব্যারিকেডে ধাক্কা দেয়।
এ সময় কোবরাটি পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোবরাটি দেখতে পান এবং মেরে ফেলেন। তবে গাড়িতে কোবরা নিয়ে যাওয়া হচ্ছিল-এই তথ্য মিনিবাসে থাকা যাত্রীরা জানতেন কিনা তা জানা যায়নি।