দীর্ঘদিন বন্ধ থাকার পর সাতক্ষীরায় স্বাভাবিক ভাবে চলছে সবকিছু
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ৫ জুন থেকে লকডাউন চলার পরে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান ও সিমিত পরিসরে পরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার।আর এই অনুমতি পাওয়ার পর সাতক্ষীরা শহর তার আগের স্বাভাবিক রুপ ফিরে পেয়েছে।দোকানপাট শফিংমলসহ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে।ছোট বড় যানবাহনে বাস্তায় তৈরী হয়েছে যানযট।তবে মানুষের মধ্যে নেই স্বাস্থ্যসচেতনা। তবে বাহিরে বের হওয়া সাধারন মানুষের বেশিরভাগেরই মুখে ছিলোনা মাক্স।
দীর্ষসময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যপক ক্ষতির সম্মুখিন হয়ে তারা। তাই আর যেন লকডাউন না দেয়া হয় এমনটাই দাবি তাদের।
এদিকে সকলকে টিকার দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকাররের কাছে দাবী জানিয়েছে স্থানীয়রা।
উল্লেখ্য-সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ২৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত ৩৭ জন।যার শতকরা হিসেবে ১৬ দশমিক ৬৮ শতাংশ। মোট আক্রান্ত ৬হাজার ১শ ৮৪ জন। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ১ জন।মোট উপসর্গ নিয়ে মৃত্যু ৫শ ৭৯ জন।করোনায় নতুন করে কোন মৃত্যু নেই। মোট করোনায় মৃত্যু ৮৬ জন। মোট সুস্থ ৫হাজার ৫১ জন।গত ২৪ ঘন্টায় সুস্থ রোগীর সংখ্যা ৫২ জন।
এদিকে, সাতক্ষীরায় জনসাধারনকে মাক্স ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা:মো:হুসাইন শাফায়াত।