এক কাপড়ে ৭ দিন কাটছে পরীমনির, আদালতে চিৎকার
বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা পরীমনির বিলাসবহুল জীবনের কথা সবারই জানা। একই দিনে তাকে নানা রূপে-পোশাকে দেখা যেত। অথচ সেই পরীমনিই এখন এক পোশাকে টানা সাতদিন কাটাচ্ছেন।
আজ মঙ্গলবার পরীমনির রিমান্ড শুনানিতে আদালতে এ কথা জানান তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি।
তিনি বলেন, পরীমনি যেদিন গ্রেফতার হয়েছিলেন সেদিন যে পোশাকে ছিলেন আজ পর্যন্ত সেই একই পোশাকে আছেন।
গত ৪ আগস্ট র্যাবের হাতে আটক হন পরীমনি। এরপর থেকে তিনি একই পোশাকে আছেন। ডিবি কিংবা সিআইডি কেউই তার জন্য পোশাক গ্রহণ করেনি। তাই বার বার আদালতে একই পোশাক পরে আসতে হচ্ছে তাকে।
এদিকে আদালত থেকে বের হতে হতে চিৎকার করে এমনটাই বলেন চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
এ সময় পরীকে দেখতে এজলাসে ভিড় করেন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ছবি তুলতে গেলে পুলিশ, আইনজীবী ও উপস্থিত অন্যান্যদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীকে হাজির করা হয়। প্রথমে পরীকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমনিকে আদালতে তোলা হয়।