একাধিক নারীকে যৌন হয়রানি, নিউইয়র্ক গভর্নরের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক :
একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা মেলার পর পদত্যাগ করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। তার পদত্যাগ দুই সপ্তাহ পর কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন অ্যান্ড্রু কুমো। ভয়ের একটি কর্ম পরিবেশ সৃষ্টি করে কর্মস্থলে নারীদের যৌন হেনস্তা করতেন তিনি।
এর আগে তাকে পদ থেকে সরে যেতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় অ্যান্ড্রু কুমো অভিযোগ প্রত্যাখ্যান করে স্বপদে বহাল থাকার কথা জানিয়েছিলেন।
গভর্নরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর গত বছর একটি তদন্ত কমিটি গঠন করেন অ্যাটর্নি জেনারেল। তদন্তকারীরা পাঁচ মাস ধরে স্টাফ, অভিযোগকারীসহ ২০০ জনের মতো মানুষের সঙ্গে কথা বলেন। তারা তদন্তের অংশ হিসেবে ১০ হাজারের মতো ডকুমেন্ট, লেখা ও ছবি যাচাই করেন।
তথ্য-প্রমাণাদির সাপেক্ষে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লিতিতিয়া বলেছেন, তদন্ত থেকে প্রমাণিত হয় যে, গভর্নর অ্যান্ড্রু কুমো কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন এবং ফেডারেল ও অঙ্গরাজ্যের আইন ভঙ্গ করেছেন।