বুধহাটায় প্রদর্শনী পরিদর্শন ও সার তদারকি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে প্রদর্শনী পরিদর্শন ও ডিলারদের সার তদারকি করা হয়েছে। সোমবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় বুধহাটা ব্লকের শ্বেতপুর ও বুধহাটা গ্রামের বসতবাড়িতে পুষ্টি প্রকল্পের আওতায় সবজির পুষ্টি বাগান, মুখীকচু ও হলুদ প্রদর্শণী পরিদর্শন করা হয়।
এছাড়া গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধহাটা গ্রামের আকবর আলীর হলুদ প্রদর্শণী পরিদর্শন করা হয়। সবশেষে বুধহাটা বাজারে বিসিআইসি ডিলার মেসার্স শোভা এন্টারপ্রাইজ এবং মেসার্স গাজী এন্ড জামিলা এন্টারপ্রাইজ এর সার তদারকি করা হয়। প্রদর্শনী পরিদর্শন এবং সার তদারকি করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোঃ জীবন ইসলাম ও বুধহাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম।
Please follow and like us: