কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় আহত ২
Post Views:
৪৯২
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা কলারোয়া থানার কাঁকডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে প্রতিবেশীর হামলায় আহত দুই। আহতরা হলেন মোঃ নুরুজ্জামান(৫২) পিতা মাসুদ রহমান ও তার স্ত্রী কুলসুম বেগম। ঘটনা সূত্রে জানা যায় যে গত ৩১ শে জুলায় বিকাল তিন ঘটিকার সময় তারা সবাই বাড়িতে অবস্থান করছিলো । হঠাৎ তাদের প্রতিবেশি মোঃ জামাল সরদারে ছেলে আলফাজ সরদার(২৪), মোঃ শরিফুলের ছেলে হাসিবুল ইসলাম(১৯), মোঃ শফিকুল ইসলামের মেয়ে মোছাঃ পারভিন খাতুন(২৫), মোঃ আব্দুর রশিদের মেয়ে মোছাঃ শাহিনা খাতুন(২৫) বীর মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করিয়া অতর্কিত হামলা চালায়। এসময় তারা ইট-পাটকেল ছুড়ে মারে। প্রতিরোধ করতে মুক্তিযোদ্ধার শ্যালক নুরুজ্জামান এগিয়ে আসলে তাকে বাঁশের লাঠি দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে এতে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। তাকে বাঁচাতে আসলে তার স্ত্রী কুলসুম বেগম তাকেও আহত করে ফেলে রেখে হুমকি দিয়ে চলে যায় । পরে স্থানীরা তাদেরকে কালারোয়া হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার পরিবার নিয়ে বসবাস করছি কিন্তু আমার পাশে প্রতিবেশি আমার বাড়ির উঠানে ময়লা আর্বজনা তিনতলা হতে প্রতিদিন ফেলায় আমি নিষেধ করলেও তারা তোয়াক্কা করে না। এমর্মে আমি গত ০৬-০৭-২০২০ সালে কলারোয়া থানায় জিডি ও করছি যার নাং২২২। আমার শ্যালক হাসপাতালে ভর্তি তার মাথায় প্রচুর রক্তখরন হয়ছে পাঁচটা সেলাই দিতে হয়ছে । আমি থানায় এজাহার করছি এবং সঠিক বিচার পাবো আশা করছি যাতে করে প্রতিবেশির নির্যাতন থেকে রক্ষা পায়। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা শুনেছি কিন্তুু আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনইনুগ ব্যাবস্থা নেব।